শিবগঞ্জে কিশোর গ্যাংয়ের লিডারসহ আটক-৪

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের লিডার সহ ৪জনকে আটক করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শুক্রবার গভীর রাতে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত কিশোর গ্যাং লিডার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পেয়ারাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ও গ্যাং লিডার মোঃ রহমত আলী ওরেফে আপেল (১৯), একই এলাকার মোঃ ফারুক ইসলামের মোঃ ইসমাইল হোসেন (২০), মোঃ আবু বাক্কারের ছেলে মহিম ইসলাম (১৯), ও শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা গ্রামের মোঃ তাজিমুল হকের ছেলে মোঃ সোহেল রানা (২০)।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের লিডারসহ তাদের আটক করা হয়। অভিযানকালে একটি নির্মানাধীন ঘরে তারা মাদক সেবনরত অবস্থায় ছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় কিশোর গ্যাং লিডার মোঃ রহমত আলী ওরেফে আপেল সহ তাদের করা হয়। এ সময় সেখান থেকে গাঁজা, কলকি, গ্যাস লাইটার জব্দ করা হয়।
র‌্যাব আরও জানায়, তারা মাদকের ভয়াল নেশায় আসক্ত হয়ে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি এবং প্রভাব বিস্তার করার জন্য দেশিয় অস্ত্রের মহড়া দিতো। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।