ভোলাহাটে ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট:
ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে লিফলেট বিতরণ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়।
জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন ও সরকারকে অসহযোগীতা করার আন্দোলনের পক্ষে ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে সেয়া ৪টার দিকে মেডিকেল মোড় ও জামবাড়িয়া ইউনিয়নে সাবেক এমপি মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ করেন।
ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে লিফলেট বিতরণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, সাবেক কোষাধ্যাক্ষ মোঃ কামাল উদ্দিন, বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন, নারী নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ রেশমাতুল আরশ রেখা, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ মুন্সুর আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, ছাত্রদল নেতা মোঃ মহসিন আলীসহ সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। ৭ জানুয়ারির ভোট বর্জন, সরকারকে সকল ধরনের কর ও খাজনা দেওয়া বন্ধসহ অসহযোগ সফল করার আহ্বান জানান। লিফলেট বিতারণ শেষে জেলবন্দী নেতা কর্মীদের পরিবারে সাথে সাক্ষাৎ করেন সাবেক এমপি মোঃ আমিনুল ইসলাম।