ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার খালেআলমপুর গ্রামের গোহালবাড়ী নিবাসিবীর মুক্তিযোদ্ধা একরাম হোসেন অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন।
১৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ^াষ ত্যাগ করেন। বীর মুক্তিযোদ্ধার পিতার নাম মৃত আব্দুল হাকিম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁকে ৩টার সময় গোহালবাড়ী কবরস্থানে উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করে। পওে খালেআলমপুর কবরস্থানে ২য় জানাজা সম্পন্ন শেষ দাফন করা হয়।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ নুরুলহক, মোঃ মনিরুদ্দীন মুন্টু, বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামীলীগসহ অন্যান্য রাজনৈতিক নেতা-কর্মী ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রাশেদুল ইসলাম, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও মুক্তিযোদ্ধা, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।