ভোলাহাটে বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। সকালে সমুন্নত স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।
পরে পুলিশ প্রশাসন,বীর মুক্তিযোদ্ধাসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
সকাল সাড়ে ৮ টায় পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও রাশেদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন ও ওসি সুমন কুমার। পরে তিনি সম্মিলিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। এ ছাড়াও দিনভর নানা কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে, খেলাধুলা, বিজয় শোভাযাত্রা, আলোচনাসভা, শিশুদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। এছাড়াও পৃথক ভাবে শিক্ষা প্রতিষ্ঠান গুলো নানা কর্মসূচি পালন করেছে।