নিজস্ব প্রতিবেক, ভোলাহাট:
পোল্লাডাংগা হিলফ উল ফযল ইহ ইয়াউল উলুম নূরানী ক্যাডেট মাদরাসার বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষণা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর শনিবার সকাল ১০ টার দিকে প্রতিষ্ঠান চত্বরে পোল্লাডাংগা হিলফ উল ফযলের সভাপতি মাওঃ মোঃ ইসরাইল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, পোল্লাডাংগা হিলফ উল ফযল এর উপদেষ্টা কারী মাওঃ মোঃ আলাউদ্দিন, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম কবির, দলদলী ইউপি সদস্য মোঃ আরসেদ আলী, মোঃ শফিকুল ইসলাম, পোল্লাডাঙ্গা মাদ্রাসা শিক্ষক মাওঃ মোঃ নুজরুল ইসলাম, খালে আলমপুর মাদ্রাসা শিক্ষক মাওঃ মোঃ আব্দুল মান্নান। শিক্ষার্থী অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য মোঃ মজিবুর রহমান মজনু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানর শিক্ষক মোঃ মাসুদ রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আব্দুল হান্নান। শেষে শ্রেনী মেধাস্থান ও ফলাফল ঘোষনা করেন প্রধান শিক্ষক মাওলানা মোঃ আমিনুল ইসলাম।