ভোলাহাটে আ’লীগের শান্তি মিছিল

নিজস্ব প্রতিবদেক: ভোলাহাট:
ভোলাহাট উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল গাফফার মুকুলের সভাপতিত্বে ২৯ অক্টোবর রবিবার সকাল ১০ টার দিকে মেডিকেল মোড় পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন দলীয় অফিসে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রেজাউল করিম বাবলু, কৃষক লীগের সভাপতি বিদ্যুৎ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোনায়েম হোসেন নীখিল, মহিলা আওয়ামী লীগের নেত্রী মোসা:শাহাজাদী বিশ্বাস ও উপজেলা ছাত্রলীগের সভাপতি টুইংকেলসহ অন্যরা। পরে একটি শান্তি মিছিল বের করে মেডিকেল মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
এদিকে সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে ভোলাহাট উপজেলায় কোন প্রভাব পড়েনি। বিএনপিকে পিকেটিং করতে দেখা যায়নি। দোকান পাট খোলা ছিল। গণপরিবহন চলাচল স্বাভাবিক ছিল।