বিদায়ী মহুর্তে গণসংবর্ধণায় সিক্ত হলেন শিবগঞ্জের ইউএনও

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হায়াতের বদলিজনিত বিদায় সংবর্ধণা দেয়া হয়েছে।
বিদায়ী মহুর্তে উপজেলাবাসীর গণসংবর্ধণায় সিক্ত হলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শতাধিক প্রতিষ্ঠান ফুলেল তোড়াসহ বিভিন্ন ধরণের উপঢৌকন দিয়ে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বিদায় সংবর্ধনা প্রদান করে। পরে উপজেলা পরিষদ চত্বরে বিদায়ী সভা অনুষ্ঠিত হয়।
 সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু, বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, বিনোদপুর ইউপি চেয়ারম্যান সাবেক অধ্যক্ষ রুহুল আমিনসহ অন্যরা। এর আগে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে শিক্ষা অফিস পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা ও অভিভাবকসহ গণ্যমাণ্য ব্যক্তিরা বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে উষ্ণ বিদায় অভ্যর্থনা জানান।
উল্লেখ, শিবগঞ্জে এই প্রথম কোন উপজেলা নির্বাহী অফিসার কে উপজেলাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা  দেওয়া হয়।