নির্বাচিত হতে পারলে কানসাটে পঙ্গু হাসপাতাল করবো: স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেছেন, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় ও ভোটে নির্বাচিত হতে পারলে সোনামসজিদ হতে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চার লেন রাস্তা নির্মাণ, আম চাষীদের আমের নায্য মূল্যে পেতে জুস তৈরীর কারখানা নির্মাণ ও সরকারীভাবে আম ক্রয় কেন্দ্র স্থাপন, গরীব-দু:স্থদের জন্য শতভাগ ভাতার ব্যবস্থা করবো। সেই সাথে দূর্ঘটনার কবলিত পঙ্গুদের চিকিৎসার জন্য কানসাটে পঙ্গু হাসপাতাল নির্মাণ করবো। পাশাপাশি বেকার সমস্যার সমাধানে চাকুরী ব্যবস্থা করে দিবো ইনশাআল্লাহ। বৃহষ্পতিবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
শিবগঞ্জ উপজেলা ও শিবগঞ্জ পৌরসভার নির্বাচন কমিটির আহ্বায়ক ও শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহম্মেদ নাজমুল কবির মুক্তার সভাপতিত্বে তিনি আরো বলেন, আজকের এ পথসভায় নারী পুরুষদের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে যে শিবগঞ্জ উপজেলার সাবেক আমলা আমাদের বিরুদ্ধে অপপ্রচার বা গুজব চালিয়ে লাভ করতে পারবেন না। তিনি আরো বলেন, যদি আমি নির্বাচিত হতে পারি তবে আপনাদের সাথে থেকে আওয়ামীলীগের পতাকা তলে থেকে আজীবন আপনাদের সেবা করে যাবো। তারা আমাদের বহিস্কারের হুমকি দিচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ আমি দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেদের ইঙ্গিতেই নির্বাচন করছি। দলের সিদ্ধান্তের বাইরে যায়নি।
শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ২০১৩-১৪ সালে জামায়াত-বিএনপির হাতে নির্যাতিত ও মহিলা অওয়ামীলীগ নেত্রী নুরজাহান বেগম, শিবগঞ্জ পৌর সভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনজীর আহম্মেদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম চুটু, চাঁপাইনবাবঞ্জ জেলা পরিষদের সাবেক মহিলা সদস্য সাহিদা বেগম রেখা, মনাকষা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সারওয়ার জাহান শেরফান, দাইপুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি একেএম আজমুল হক বাদশাহ, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি এমএ আওয়াল গণি জোহা সহ সকল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ও বর্তমান সভাপতি/সম্পাদক ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।