নিজস্ব প্রতিবেদক:
আসন্ন দ্বদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি। এই নির্বাচনকে ঘিরে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ৩দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন সোনামসজিদ স্থল শুল্ক বন্দর সিএণ্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও সোনামসজিদ আমদানি-রপ্তানি গ্রুপ। ৫ই জানুয়ারি শুক্রবার সাপ্তাহিক ছুটি ও আগামী শনিবার ও রবিবার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে দুই প্রতিষ্ঠানের পৃথক দু’টি চিঠিতে জানানো হয়।
এদিকে, সোনামসজিদ স্থল কাস্টমস’র উপ কমিশনার বরাবর সোনামসজিদ স্থল শুল্ক বন্দর সিএণ্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদের স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের আগামী ৭ই জানুয়ারি যেহতু ভোটগ্রহণ তাই আগামী ৯ ও ৭ জানুয়ারি সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ৮ই জানুয়ারি যথারীতি সকল কার্যক্রম চালু হবে।
অন্যদিকে, সোনামসজিদ আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি কাজী সাহবুদ্দীনের স্বাক্ষরিত আরেক চিঠিতে ভারতের মহদিপুর এক্সপোর্টস এসোসিয়েশনের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর আগামী ৭ ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি অবগত করে আগামী ৯ ও ৭ জানুয়ারি সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ৮ই জানুয়ারি যথারীতি সকল কার্যক্রম চালু হবে বলে জানানো হয়েছে।
এব্যাপারে সোনামসজি পানামা পোর্ট লিংক লিমিডেটের প্রশাসনিক কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল রিপন বিষয়টি নিশ্চিত করে কানসাট নিউজ কে বলেন, আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ নির্বাচনী কাজে ব্যস্ত। সেই সাথে এই বন্দরে অনেক ব্যবসায়ী রাজনীতির সাথে জড়িত। নির্বাচনকে উৎসব হিসেবে গ্রহণ করতে ৫ই জানুয়ারি শুক্রবার সাপ্তাহিক ছুটি ও আগামী শনিবার ও রবিবার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে বাদে দুই প্রতিষ্ঠানের পৃথক দু’টি চিঠিতে জানান সোনামসজিদ স্থল শুল্ক বন্দর সিএণ্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও সোনামসজিদ আমদানি-রপ্তানি গ্রুপ।