নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা ও টহল জোরদার বাড়ানো হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্র গুলোতে ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি ভোটারগণ যেন নিরাপদে ভোট দিতে পারে এজন্য সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও তাদের তৎপড়তা আরম্ভ করেছে। চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনের নির্বাচনে দায়িত্ব পালনে মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ১২’শ সদস্য। নির্বাচনকে ঘিরে শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেছেন নির্বাচন কর্তৃপক্ষ।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ -১ (শিবগঞ্জ) আসনের ধোবড়া বাজার এলাকায় একটি নির্বাচনী ক্যাম্প শনিবার ভোরের কোন এক সময় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গোলাম রব্বানীর কেটলি প্রতিকের নির্বাচনী অফিস ছিলো এটি। ক্যাম্পের তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ জানান, রাত ১২টার পর কে বা কার ধোবড়া বাজারে অবস্থিত কেটলী প্রতিকের নির্বাচনী অফিসের চেয়ার টেবিল সহ বেশ কিছু আসবাবপত্র পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। বিষয়টি সহকারী রিটানিং কর্মকর্তাকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, ১২ প্লাটুন সেনাবাহিনী ও ১১ প্লাটুন বিজিবিসহ পুলিশের ১ হাজার ৭২ জন, র্যাবের ৪৮ জন এবং আনসারের ৪০জন নির্বাচনী দায়িত্ব পালন করবেন। আর স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে ২ প্লাটুন বিজিবি ও আনসারের ৩২জন।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ৩টি সংসদীয় আসনে মোট ভোটকক্ষ ৩ হাজার ১১টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ২ হাজার ৮৫৪টি এবং অস্থায়ী ১৫৭টি। ভোটকেন্দ্রের দায়িত্বে থাকছে ৫১২ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৩ হাজার ১১ জন সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ও ৬ হাজার ২২ জন সহকারী প্রিজাইডিং। মোট নির্বাচনী কর্মকর্তা থাকবেন ৯ হাজার ৫৪৫ জন। নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে রয়েছে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া ৭জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির ৩জন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেলে ১০জন, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমে ১৩জন ও নির্বাচন মনিটরিং টিমে ২৪জন দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, জেলায় মোট ভোটার রয়েছেন ১৩ লাখ ৪৫ হাজার ৩৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ৬ লাখ ৭৮ হাজার ৩৩৫ জন, মহিলা ভোটার হচ্ছেন ৬ লাখ ৬৭ হাজার ৪৭ জন ও তৃতীয় লিঙ্গের রয়েছেন ১ জন ভোটার। নির্বাচনে সংসদীয় ৩টি আসনে লড়ছেন ১৬ জন প্রার্থী।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন জানান, জেলায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে পূর্ণ প্রস্ততি নেয়া হয়েছে। যথাসময়ে নির্বাচন সামগ্রী স্ব-স্ব কেন্দ্রে পেঁৗঁছে দেয়া হয়েছে।