নিজস্ব প্রতিবেদক:
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা উপলক্ষ্যে দেশের দ্বিতীয় বৃহতম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ৫দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করেছে ভারতীয় মহদিপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। আগামী ২১ অক্টোবর শনিবার থেকে ২৫ অক্টোবর বুধবার পর্যন্ত সকল প্রকার পন্য আমদানি-রন্তানি বন্ধ থাকবে। তবে, দু’দেশের অভ্যন্তরে খালি ট্রাক সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত যাতায়াত করতে পারবে। এছাড়াও পাসপোর্টধারী যাত্রী পারাপার অব্যহত থাকবে বলে ভারতীয় মহদিপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন কার্যকরী পরিষদের সভাপতি মো. ফজলুল হক’র স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়েছে সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিডেট কর্তৃপক্ষে।
সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিডেটের প্রশাসনিক কর্মকর্তা মো. আবু হেনা মোস্তফা কামাল রিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১ অক্টোবর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন কার্যকরী পরিষদের সভাপতি মো. ফজলুল হক’র স্বাক্ষরিত একটি চিঠি আমাদের পাঠানো হয়েছে। চিঠিতে আগামী ২১ অক্টোবর শনিবার থেকে ২৫ অক্টোবর বুধবার পর্যন্ত সকল প্রকার পন্য আমদানি-রন্তানি বন্ধ থাকবে। তবে, দু’দেশের অভ্যন্তরে খালি ট্রাক সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত যাতায়াত করতে পারবে। এছাড়াও পাসপোর্টধারী যাত্রী পারাপার অব্যহত থাকবে। কিন্তু আমাদের বাংলাদেশে দূর্গাপূজোর সরকারি ছুটি ২৫ তারিখ, একদিন। স্থলবন্দরে পন্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আমাদের পানামার অভ্যন্তরী কাজগুলো নিয়মিত চালু থাকবে। আর সরকারি ছুটির দিন বন্ধর বন্ধ থাকবে।