নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের টেনিস কোর্টে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার সন্ধ্যা সাতটার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থাকা টেনিস কোর্টে দূর্বৃত্তরা ককটেল ছুড়ে মারে।
ঘটনার পর ওই এলাকা পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার ছাইদুল হাসানসহ জেলা ও দায়রা জজ আদিব আলী।
এর আগে চাঁপাইনবাবগঞ্জ অফিসার্স ক্লাবের টেনিস কোর্টেও একই রকম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান জানান, আতঙ্ক ছড়াতে দূবৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে, তাদের সনাক্ত ও গ্রেফতারে আমরা চেষ্টা করছি।