চাঁপাইনবাবঞ্জে একজনের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আসিয়া (৪৮) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড,১০হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (২১নভেম্বর) দুপুর পৌনে ২টায় চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী দন্ডিতের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। আসিয়া গোবরাতলা মহেষপুর গ্রামের রেজাউল করিমের স্ত্রী (স্থায়ী ঠিকানা -চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর গ্রাম)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, গত ২০২০ সালের ৪ ডিসেম্বর আসিয়ার বর্তমান বসত বাড়িতে অভিযান চালায় সদর থানা পুলিশ। অভিযানে ৭০ গ্রাম (সত্তুর) হেরোইনসহ গ্রেপ্তার হন আসিয়া। এ ব্যাপারে ্ওইদিন থানায় মামলা করেন থানার তৎকালীন উপ-পরিদর্শক উৎপল কুমার সরকার।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল হক ২০২১ সালের ৯ জানুয়ারী আদালতে অভিযোগপত্র জমা দেন।