নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবঞ্জে একটি মাদক মামলায় মো.তহিদুল ইসলাম(২৯) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার(২৫অক্টোবর) বিকাল ৪টার দিকে সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী দন্ডিতের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরেক আসামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের বাবুকে বেকসুর খালাস দেয়া হয়। দন্ডিত তৌহিদুল গোদাগাড়ীর দিঘা মিয়াপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান,গত ২০২০ সালের ৯ এপ্রিল সদর উপজেলার কালুপর গ্রামের গোরস্থান এলাকায় অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ র্যাবের এক দল সদস্য। এসময় তৌহিদ ও বাবু গ্রেপ্তার হয়। এসময় তৌহিদের নিকট ১ কেজি ১০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ঘটনায় ওইদিন(৯ এপ্রিল’২০২০) সদর থানায় মামলা করে র্যাবের উপ-পরিদর্শক আব্দুল মোমিন। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম গত ২০২০ সালের ২২ মে আদালতে অভিযোগপত্র জমা দেন।