চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মাহরাজপুর আকন্দবাড়ীয়া মোড়ে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত হয়েছে। ২৮ অক্টোবর শনিবার সকাল ১১টায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির সাইকেল আরোহীর নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ , ট্রাকটার ও ড্রাইভার কে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আকন্দবাড়ীয়া মোড়ে সাইকেল আরোহী কে পিছন থেকে শিবগঞ্জ গামী বালু বোঝাই ট্রাকটার ধাক্কা দেয় ঘটনাস্থলে সাইকেল আরোহী নিহত হয় স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটার ও ড্রাইভারকে পুলিশ আটক করে ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ হোসেন জানায়, আজ সকাল ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর নিহত হয়েছে।নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি, ট্রাকটার ও ড্রাইভার আটক রয়েছে আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন।