নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাগঞ্জে র্যাবের অভিযানে দুই কেজি হিরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি হলো জেলার সদর উপজেলার চরদেবীনগর এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে মোর্তুজা আলি(২৮)। ঘটনাটি ঘটেছে ৩০ ডিসেম্বর শনিবার রাত সাড়ে তিনটার দিকে।
আটককৃত ব্যক্তি মর্তুজা আলির বাড়িতে। র্যাবের এক প্রেস বিঞ্জপ্তিতে বলা হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাবের একটি চৌকস দল ৩০ ডিসেম্বর শনিবার রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে তার শয়ন ঘরের সানসেটের উপরে লুকিয়ে রাখা দুইকেজি হিরোইন সহ মর্ত ৃজা আলি(২৮) হাতেনাতে আটক করা হয়। এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।