নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ মনোনীত টেলিভিশন প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম জেন্টুর উঠান বৈঠক অনু্ষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শিবগঞ্জ পৌরসভার বাগানটুলি এলাকায় এ উঠান বৈঠক অনু্ষ্ঠিত হয়। বৈঠকে বিএনএফের সমর্থক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের টেলিভিশন প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম জেন্টু।
টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনএফের সভাপতি মনিরুল ইসলাম, সহ অন্যরা। এছাড়া উঠান বৈঠকে নারী কর্মীরা উপস্থিত ছিলেন।