নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
দ্বাদস সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগেঞ্জর ৩টি সংসদীয় আসনে ৩জন প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। নির্বাচনে অংশ েনয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করলেও শেষ পর্যন্ত তাঁরা ভোটের মাঠে থাকছেন না।
মনোননয়ন প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা কাছে আবেদন কের তাঁরা নিজ নিজ মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। এর মধ্যে জাকের পার্টির দুজন ও একজন স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা রয়েছেন। মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জাকের পার্টির প্রার্থী মুহাম্মদ আব্দুর রহিম, চাঁপাইনবাবগঞ্জ-২ ( নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা মুঃ খুরশিদ আলম, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জাকের পার্টির প্রার্থী মোঃ বাবলু হোসেন।
তিনজন প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন বলে নিশ্চত করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা এ কে এম গালিভ খাঁন ।