নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের পশ্চিম পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শম্পা খাতুন (৩২) নামে এক নারী মারা গেছে জানতে পেরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন মরদেহ উদ্ধার ও আলামত সংগ্রহ করে পুলিশ।
স্থানীয়রা জানান,শম্পার সাথে গোদাগাড়ি উপজেলার আব্দুল্লাহ’র ১২ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে আব্দুল্লাহ ব্যবসার সুবাদে বিভিন্ন স্থানে অবস্থান করতো। গত ২০ দিন আগে সে পশ্চিম পাঠানপাড়ার তরিকুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে সেখানে বসবাস শুরু করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মিন্টু রহমান জানান, পারিবারিক কলহের জেরে শম্পা খাতুনকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায় তার স্বামী। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ