নিজস প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে সড়ক দূর্ঘটনায় অটোরিক্সার এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সোনামসজদি মহাসড়কের কানসাট মিলিক মোড় নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত অটোরিক্সা যাত্রী উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের চিকু আলীর ছেলে মতিউর রহমান (৩৫)।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক সোনামসজিদ স্থলবন্দর যাচ্ছিল।
এসময় কানসাট মিলিক মোড় এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি অটোরিক্সাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী মতিউর রহমান নিহত হন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।